Header Ads

অত্যাচারী বউ

                                           অত্যাচারী বউ ২ 


পাশের টেবিলে আমার কিছু অফিসের গুরুত্বপূর্ণ ফাইল রাখা ছিল। আয়েশা চা ফাইল গুলোর উপরে ঢেলে দিল।

আমিঃ আপনি গুলো কি করলেন?

আয়েশাঃ দেখলেন তো কি করেছি আবার জিজ্ঞাসা কেন করছেন।

আমিঃ (একটু উচু স্বরে) আপনার কি মাথা নষ্ট?

আয়েশাঃ হতে পারে।


এই কথা বলে চলে গেল।

আমিঃ (মনে মনে) কি মেয়েরে বাবা আসলো একদিন হলো মাত্র, আর আজ থেকে অত্যাচার শুরু।

তারপর আমি নাস্তা করতে নিচে গেলাম, আয়েশা আম্মু আব্বু আসেনি?

আয়েশাঃ না একটু পাশের বাসায় গেছে।

আমিঃ আচ্ছা।

আয়েশাঃ আমি আপনাকে খাইয়ে দিই।

আমিঃ (মনে মনে) কি মেয়েরে বাবা কিছুক্ষণ আগে আমার সাথে ঝগড়া করল আর এখন আদর করছে, থাক আদর করলে করুক আমি কেন না করব। খুশি মনে রাজি হয়ে গেলাম।

আয়েশাঃ কিন্তু আমার একটা কন্ডিশন আছে?

আমিঃ কি কন্ডিশন (হাসতে হাসতে)

আয়েশাঃ আমি যখন কাউকে খাওয়ায়, খাওয়ার মাঝখানে সে যদি পানি অথবা অন্য কিছু করতে চাই, আমার না খুব রাগ লাগে।

আমিঃ আরে আসুবিধা নাই। আমি খাওয়ার মাঝখানে পানি বা অন্য কিছুই করি না।

আয়েশাঃ আচ্ছা তাহলে ঠিক আছে।

তারপর আয়েশা আমাকে খাওয়ানো শুরু করলো কিন্তু যেই খাবার আমার মুখে গেল আমি চিৎকার শুরু করে দিলাম। কারণ খাবার ছিল অনেক ঝাল।

আমিঃ পানি, পানি

আয়েশাঃ আমি কিন্তু আগে বলেছি খাওয়ার মাঝখানে পানি চাইলে আমার খুব রাগ হয়।

আমি আর কিছু বলতে পারলাম না চুপচাপ খেতে লাগলাম। যতই খাচ্ছি আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। একটু পরে খাওয়া শেষ হল আর আমার সামনে এক গ্লাস পানি এগিয়ে দিল আয়েশা।

আয়েশাঃ এই নিন পান করুন।

আমি এক ডো কে সব পানি খেয়ে ফেললাম।

আয়েশাঃ আপনি কি কিছুই বুঝলেন না।

আমিঃ কি বুঝবো?

আয়েশাঃ এটা ছিল আমার রোমান্টিক অত্যাচার। ইচ্ছে করে খাওয়ার মধ্যে অতিরিক্ত ঝাল মিশিয়ে দিলাম।

মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম। আর বলতে লাগলাম, গাধা মধ্যে যদি অস্কার দেওয়া হয়, তাহলে অস্কার টা যেন আমাকে দেওয়া হয়।

আমিঃ আপনি কি এগুলো ভালো করলেন। এটা জানেন স্বামীর সেবা করলে স্ত্রী জান্নাতে যেতে পারে।

আয়েশাঃ হ্যালো বেশি শিখাতে হবে না বুঝলেন।

আমিঃ আমি কি শেখাবো আপনি তো সাধারণ বউ না আপনি তো আত্যাচারী বউ।

আয়েশাঃ হইছে হইছে এখন লেট হয়ে যাবে অফিসে যান।

আমি অফিসে যাওয়ার জন্য রেডী হচ্ছিলাম এমন সময় আয়েশা ব্যাগ নিয়ে আসলো।

আয়েশাঃ এই নিন আমি আপনার অফিসের ব্যাগ রেডি করে রেখেছি।

আমিঃ বাহ জীবনে একটা ভাল কাজ করলেন।

আয়েশাঃ হইছে হইছে আর বলতে হবে না।

আমিঃ আচ্ছা খোদা হাফেজ।

তারপর আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে গিয়ে দেখি মিটিং প্রায় শুরুর দিকে। আমি আমার ব্যাগ খুলে যখন মিটিং এর কাগজ গুলো বের করব ঠিক তখনই বাদলো ঝামেলা।

প্রেমের গল্প, বাংলা গল্প, গল্প, premer golpo, bangla premer golpo, bangla golpo, BMW, Guardian, CNN, India, China, USA, Canada, Btc


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.